প্যারিসে পেনশন সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ

|

প্যারিসের রাস্তায় মুখোমুখি পুলিশ ও সাধারণ জনতা, চলছে প্রতিবাদ।

ফ্রান্সে পেনশন সংশোধনী আইনের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার (জানুয়ারি) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফ্রেঞ্চ ইউনিয়ন । চলছে আন্দোলন- সমাবেশ। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, প্রায় সব শ্রেণী পেশার মানুষ এ আইন বাতিলের দাবিতে নেমেছেন রাজপথে। প্যারিসে জড়ো হয়েছেন হাজারো মানুষ। স্থবির হয়ে পড়েছে রাজধানীর যান চলাচল। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আশংকা করা হচ্ছে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ারও।

এদিকে ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১০ হাজার বিক্ষোভকারী প্যারিসে একত্রিত হতে পারে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তারা জানিয়েছে, খেয়াল রাখা হবে যাতে আন্দোলনকারীরা কোনো হিংসাত্নক কর্মকাণ্ড না করতে পারেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ থেকে করার ঘোষণা দেন। সেই সাথে সম্পূর্ণ পেনশনের সময়সীমা বাড়ানোর কথাও বলেন তিনি। এতে অবিলম্বে দেশটির ট্রেড ইউনিয়নগুলো গনসংহতির আহবান জানায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply