বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ জানুয়ারি)। এদিন ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর বিআইসিসি থেকে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজ এর পূর্ব পর্যন্ত অতিক্রম করবে ম্যারাথন। একই রাস্তায় পুনরায় ফিরে এসে একইস্থানে শেষ হবে এটি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ। তিনি জানান, ম্যারাথনটিতে ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার ও হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ইভেন্টে সর্বমোট প্রায় ২ হাজার ১৫৫ জন দৌড়বিদ অংশ নেবেন।
ম্যারাথনে সাউথ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, উগান্ডা, লিথুনিয়া, রুয়ান্ডা এবং মরক্কো থেকে ৪০ জন এলিট রানার এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ থেকে সর্বমোট ৪৩ জন সাফ দৌড়বিদ যোগ দেবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন।
এসজেড/
Leave a reply