ইসরায়েলে এক দশকে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। নেতানিয়াহু সরকারের সংস্কার আইনের বিরুদ্ধে শনিবার (২১ জানুয়ারি) রাজপথে নামে লাখো মানুষ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী তেল আবিবের কর্মসূচিতে যোগ দেয় ১ লাখ ১০ হাজারের বেশি আন্দোলনকারী। জোট সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। একই ঘটনার প্রতিবাদে আরও তিন বড় শহরে প্রতিবাদ মিছিল বের করেছে দেশটির নাগরিকরা।

এদিকে তেল আবিবের সমাবেশে যোগ দেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, দেশকে ভালোবাসলে গণতন্ত্র ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানো উচিৎ। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

ইসরায়েলের রাজনীতিতে প্রায় তিন বছরের অস্থিতিশীলতার পর সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দায়িত্ব নেয় কট্টর ডানপন্থীদের জোট সরকার। বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের এখতিয়ার বাড়াতে সংস্কার প্রস্তাব তোলে এ জোট।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply