নিষেধাজ্ঞাহীন জাহাজে রূপপুর প্রকল্পের সরঞ্জাম পাঠাতে মস্কোকে ঢাকার আহ্বান

|

মার্কিন নিষেধাজ্ঞা নেই এমন জাহাজে রূপপুর পারমাণবিক প্রকল্পের সরঞ্জাম পাঠাতে মস্কোকে আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সর্ম্পক অনেক ভালো। রাশিয়া জেনে-বুঝে মার্কিন নিষেধাজ্ঞা থাকা জাহাজে রূপপুরের সরঞ্জাম পাঠানোয় বাংলাদেশ বিস্মিত।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শান্ত রাখতে বেইজিংয়ের সহায়তা চেয়েছে ঢাকা।

এ সময় ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন বলেন, চলমান অর্থনৈতিক ও জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে চীন। একইসাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চায়।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বেইজিং ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply