যুবলীগ কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

|

পাবনা প্রতিনিধি:

যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলায় পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলার অন্যতম আসামি ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি রাজিব সরকার সোমবার পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত- ২ এর বিচারক আবু বাছেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ই আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাজিব ও তার বাহিনী।

পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১১ দিন পর ২১শে আগস্ট আলম মারা যায়। এ ঘটনায় আলমের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যুবলীগ নেতা রাজিব সরকার উক্ত মামলার প্রধান আসামি।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply