বাংলাদেশে প্রায় তিন কোটি আটাত্তর লাখ মানুষ তামাক ব্যবহার করে। পাশাপাশি তিন কোটি চুরাশি লাখ মানুষ ধূমপান না করেও এর শিকার হয়। তামাক ব্যবহার করার কারণে বিভিন্ন রোগে বছরে মৃত্যু হচ্ছে প্রায় এক লাখ একষট্টি হাজার মানুষের।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারটিতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু জানান, তামাক নিয়ন্ত্রণ আইন তৈরিতে সরকার কাজ করছে। তিনি জানান, চলতি সংসদে বা আগামী সংসদে এই আইন পাস হবে। ডেপুটি স্পীকার জানান, সরকার ধুমপানমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
ডেপুটি স্পীকার বলেন, শুধু আইন করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলোতে ধূমপান বন্ধ করতে নিশ্চয়ই আইনের দরকার নেই। এটি হাসপাতাল কর্তৃপক্ষগুলো সহজেই কার্যকর করতে পারে বলেও জানান ডেপুটি স্পীকার।
/এম ই
Leave a reply