চাঁপাইনবাবগঞ্জে ভোটের শুরুতেই ধাওয়া-পাল্টা ধাওয়া

|

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের শুরুতেই একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার অভিযোগও ওঠে। এছাড়া অন্য আসনগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

আজ উপনির্বাচন হওয়া আসনগুলো হলো, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। সবখানেই শতভাগ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে।

৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩। আর ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪ আসন দুটি শরিকদের ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দলটি। এই ৬ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬৭টি। ভোটকক্ষ ৫ হাজার ৮৯৮টি। মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply