বইমেলা থেকে গ্রাফিক নভেল ‘মুজিব’ কিনলেন প্রধানমন্ত্রী

|

বইমেলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিত দশ খন্ডের গ্রাফিক নভেল ‘মুজিব’ কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সিআরআই স্টলে এসে বাবাকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেলের সবকটি খণ্ড একত্রে কেনেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

শেখ হাসিনা ১ হাজার টাকায় গ্রাফিক নভেল ‘মুজিব’ এর সবকটি খণ্ড কেনেন।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর ভিত্তি করে ২০১৫ সালের ১৭ মার্চ প্রকাশিত হয় গ্রাফিক নভেল মুজিবের প্রথম খণ্ড। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দশম খণ্ডের মাধ্যমে সমাপ্ত হয় গ্রাফিক নভেল ‘মুজিব’। এই গ্রাফিক নভেল ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে। এই গ্রাফিক নভেলের প্রতিটি খণ্ডের খুচরা মূল্য ১৫০ টাকা। একত্রে ১০ খণ্ড মেলায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

শুরু থেকেই সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের তত্ত্বাবধায়নে চলে গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রকাশনা। বইটির সম্পাদক শিবু কুমার শীল এবং কার্টুনিস্ট হিসেবে ছিলেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply