যুক্তরাজ্যের টুক্সবিউরি শহরের আকাশজুড়ে স্টার্লিং পাখির ঝাঁক

|

অনেকটা অ্যাক্রোব্যাট ধাঁচে ঝাঁক বেধে উড়ে বেড়াতে দেখা যায় লাখ লাখ পাখি। ছবি : সংগৃহীত

স্টার্লিং পাখির ঝাঁকের মনোমুগ্ধকর দৃশ্য দেখা মিললো ব্রিটেনের টুক্সবিউরি শহরের আকাশে। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে স্টার্লিংয়ের ঝাঁক। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনেকটা অ্যাক্রোব্যাট ধাঁচে ঝাঁক বেধে উড়ে বেড়াতে দেখা যায় লাখ লাখ পাখি। কিছুটা ধূসর মেঘের আদলে ঝাঁক পাখিদের এ উড়ে চলা উপভোগ করেন স্থানীয়রা। এ সময় কিচির-মিচির শব্দে মেতে ওঠে পুরো এলাকা।

বিশেষজ্ঞরা জানান, নিরাপত্তা ও খাবার খোঁজার সুবিধার্থে ঝাঁক বেধে চলে ইউরোপিয়ান স্টার্লিং। একটি পাখি গতিপথ বদলানোর সাথে সাথে বাকি পাখিরাও তাল মিলিয়ে দিক পরিবর্তন করে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply