স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ১০ জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত কারণে দীর্ঘদিন ধরে মিয়ারচর এলাকার আসাদ সরদার ও প্রতিবেশী জালাল সরদারের বিরোধ চলে আসছিল। মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠক করে স্থানীয় মাতুব্বররা। কিন্তু বিরোধের সমাধান হয়নি। সেই জেরে বৃহস্পতিবার দুপুরে আসাদ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় জালাল ও তার লোকজন।
এতে সোহরাব সরদার (৬০), মাসুদ সরদার (২০), আকাশ সরদার (১৬), জুলেখা বেগম (৪৫), মালা বেগম (৪২), বিল্লাল সরদার (৪০), আসাদ সরদার (৪৪) ও সোরেফা বেগমসহ (৭০) অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএআর/
Leave a reply