এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে সুদান। দেশটির রাজধানী খারতুমে শান্তি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে দুই দেশের প্রতিনিধিরা। খবর সিএনএনের।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। কৌশলগত চুক্তিটি এ বছরেই স্বাক্ষর হবে বলে জানায় তেল আবিব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বর্তমানে সুদান সফরে আছেন। এতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক সহযোগিতা। আফ্রো-আরব দেশগুলোর মধ্যে সুদান চতুর্থ দেশ যার সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ইসরায়েল।
এর আগে মিশর ও জর্ডানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেল আবিব। সুদান ২০২০ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কন্নোয়নের প্রতিশ্রুতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়।
এটিএম/
Leave a reply