খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম প্রতিহিংসার প্রকাশ: রিজভী

|

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম প্রতিহিংসার প্রকাশ। আজ সকালে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে শনিবার গণভবনে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তার দুর্নীতির কাহিনী আছে। অসুস্থতার ভান করে কোর্টে হাজিরা দেয় না। হাজিরা দিলেই ধরা খাবে। সেজন্যই হাজিরা দেয় না। এটা হলে বাস্তবতা।

রিজভী বলেন, বিনা চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দিতে চান। একই সঙ্গে রিজভী দাবি করেন, খালেদা জিয়ার মামলাকে প্রভাবিত করতে বিভিন্ন ফোরামে মিথ্যা বক্তব্য দেয়া হচ্ছে।

সিটি নির্বাচন ইস্যুতে রিজভী বলেন, নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। কমিশনকে জানানোও সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। নির্বাচনের ফলাফল সরকারের অনুকূলে নেয়ার জন্য ইসি সেনা মোতায়েনের দাবি উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply