অর্থনৈতিক সংকটে বিক্ষোভে উত্তাল ইরাক

|

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভে উত্তাল ইরাক। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানী বাগদাদসহ বেশ কিছু এলাকায় রাজপথে নামে হাজারো মানুষ। খবর রয়টার্সের।

রাজধানীর তাহরির স্কয়ারে হয় এই বিক্ষোভ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়া, বেকারত্ব, দিনারের মান কমে যাওয়াসহ নানা ইস্যুতে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় ব্যাংক এবং পার্লামেন্ট ভবনের সামনেও অবস্থান নেন আন্দোলনকারীরা।

এসময় অর্থনীতি স্থিতিশীল করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর বহু সদস্য।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply