বায়ু দূষণ: কার্যকর পদক্ষেপ না নেয়ায় আবারও হাইকোর্টের ক্ষোভ, ৯ দফা বাস্তবায়নের নির্দেশ

|

ঢাকার বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ ইটভাটা অপসারণসহ ঢাকাবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে উচ্চ আদালত যে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করার জন্য সময় বেঁধে দিয়েছেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দেয়া হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, গেলো কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা। বায়ু দূষণের মাত্রা এতোটাই বেড়েছে যে, অনেকটা ধুলোর শহরে পরিণত হয়েছে রাজধানী।

এমন পরিস্থিতিতে বায়ু দূষণ রোধে হাইকোর্টের দেয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করার আবেদন জানায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এ সময়ই বায়ু দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, এইচআরপিবির করা এক রিটের ধারাবাহিকতায় ২০২০ সালের ১৩ জানুয়ারি বায়ু দূষণ রোধে ৯ দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। যা এখনও বাস্তবায়ন হয়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply