চীনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মার্কিন পার্লামেন্টে রেজ্যুলেশন পাস

|

চীনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মার্কিন পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি রেজ্যুলেশন পাস করেছে। সেই সাথে বাইডেন প্রশাসনকে ঘটনার জন্য কারণ দর্শীয়ে, হাউসকে সার্বক্ষণিক অবহিত রাখারও নির্দেশ দেয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রস্তাবনায় চীনের এই আচরণের তীব্র নিন্দা জানান হাউস এবং সিনেট সদস্যরা। সেই সাথে দাবি ওঠে বিদেশি বিমান নজরদারি প্লাটফর্মগুলোকে মার্কিন আকাশে অনুপ্রবেশ বন্ধে আরও দ্রুত ও দক্ষ ভূমিকা পালনের। এ সময় সিদ্ধান্ত নিতে দেরি করায় সমালোচনার মুখে পড়তে হয় বাইডেন প্রশাসনকে। পার্লামেন্টে ৪১৯-০ ব্যবধানে রেজ্যুলেশন পাস হয়।

তবে বৃহস্পতিবার এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি শুধুমাত্র বেইজিংয়ের সাথে উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন।

ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস জানায়, এটি পাসের উদ্দেশ্য হলো রিপাবলিকান এবং ডেমোক্রেটরা দেশের সুরক্ষায় একত্রিত হয়েছে তা সবাইকে বোঝানো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply