রাশিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়লো ভবন, শিশুসহ নিহত অন্তত ১২

|

রাশিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাইবেরিয়ার নোভো-সি-বিরস্ক শহরে হয় এ দুর্ঘটনা। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন অন্তত ৩ জন। গত তিনদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন ব্যাপক হতাহতের ঘটনা ঘটলো দেশটিতে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ৩০টি ফ্ল্যাট। ধসে পড়ে ভবনের একাংশ।

ঘটনার সময়, ভবনের ভেতর ছিলেন বাসিন্দাদের প্রায় সবাই। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্ত অনুসারে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে মূল কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

এর আগে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) একটি মস্কোর দক্ষিণাঞ্চলের ইয়েফ্রেমভ শহরে একটি পাঁচতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারান পাঁচজন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply