তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি

|

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাময়িক ভিসা দেয়ার কথা জানিয়েছে জার্মানি। তারা তাদের পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে কিছু সময়ের জন্য আশ্রয় পাবেন সেদেশে। খবর আল জাজিরার।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, আমরা সাময়িক সময়ের জন্য তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের এদেশে আসার সুযোগ দেব। এটি একটি জরুরি সহায়তা উল্লেখ করে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাইলে তাদের নিকট আত্মীয় নিয়ে আসতে পারবেন।

তিনি আরও বলেন, এই ভিসা নিয়মিত ভিসার মতো। এই ভিসা খুব দ্রুত প্রদান করা হবে। এ ক্ষেত্রে তাদের কোনো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। এর মেয়াদ হবে তিন মাস।

তুরস্ক ও সিরিয়ায় ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply