ভূমিকম্পের ৭ দিন পরও ধ্বংসস্তূপের মাঝে প্রাণের সন্ধান করছেন উদ্ধারকারীরা। দীর্ঘ সময় চাপা পড়ে থাকার পরও অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে কয়েকজনকে। খবর দ্য মিররের।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) তুরস্কের গাজিয়ানতেপে একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে বের করে আনা হয়েছে ৯ বছরের শিশু সেমিকে। কয়েকদিন ধরে না খেয়ে থাকার কারণে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে সে। অল্প কিছু আঘাতও রয়েছে তার শরীরে। অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে তাকে পাঠানো হয়েছে নিকটস্থ হাসপাতালে।
এর আগে হেতে প্রদেশে জীবিত উদ্ধার হয় ৩৫ বছর বয়সী বাবা ও ১১ বছরের মেয়ে। প্রদেশটি থেকে নিরাপদে বের করে আনা হয় আরেক কিশোরীকে। ভূমিকম্পের সময় তৈরি হওয়া একটি গর্তের মাঝে পড়ে গিয়েছিল সে। সেখানেই আটকে থাকে ছয়দিন। না খেয়ে নিস্তেজ হয়ে পড়লেও আঘাত নেই তার শরীরে।
এসজেড/
Leave a reply