নওগাঁয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

|

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর মান্দা উপজেলার চক কেশব বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিদ্যালয়ের সামনে এলাকাবাসী জড়ো হয়ে মানববন্ধন করেন। কর্মসূচিতে প্রধান শিক্ষক দাউদ খান, সহকারী শিক্ষক আব্দুল মতিন, আব্দুর রহমান ও শিক্ষার্থী অভিভাবকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, গেল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মোজাফফর হোসেনের নেতৃত্বে বহিরাগত কিছু প্রভাবশালী বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা ও নির্যাতন চালায়। এছাড়া অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নথিপত্র ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর থেকে প্রতিবাদী হয়ে উঠেন এলাকাবাসী। বিদ্যালয়ের গাছ কাটাসহ অবৈধ সুবিধা না দেয়ার জের ধরেই এই হামলা করা হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply