প্রথম ডাকে অবিক্রিত থাকলেন জাহানারা আলম আর সালমা খাতুন

|

ছবি: সংগৃহীত

ভারতের প্রথম ওমেন প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল)’র নিলামের প্রথম ডাকে কোন দল পেলেন না বাংলাদেশের বোলিং অলরাউন্ডার জাহানারা আলম ও সালমা খাতুন। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে এই নিলাম।

বাংলাদেশ থেকে ৯ জনকে নিলামের চূড়ান্ত পর্বে ডাকা হবে। সালমা-জাহানারা ছাড়া বাকিরা হলেন স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি আর সোবহানা মুশতারি। দিনের প্রথম ভাগে নিলামে উঠেছিলো জাহানারার নাম। ৩০ লক্ষ রুপি বেইজ প্রাইজ ডাকা হয়েছিলো তার জন্য। কিন্তু কোনো দলই আগ্রহ না দেখানোয় অবিক্রিত থাকতে হয় তাকে।

এরপর ডাকা হয় সালমা খাতুনের নাম। ৪০ লক্ষ রুপি বেইজ প্রাইজে তার জন্যও আগ্রহ দেখায় নি কোনো দল। শেষ পর্যন্ত জাহানারার মত সালমা খাতুনও অবিক্রিত থাকেন। সালমা খাতুনের সমান ৪০ লক্ষ রুপি ভিত্তি মূল্য ধরা হয়েছে রুমানা আহমেদেরও।

এবারের আসরের জন্য ১৫২৫ জন নিবন্ধন করেছিলো। সেখান থেকে বাছাইয়ের পর ভারত থেকে ২৪৬ জন আর অন্য দেশগুলো থেকে ১৬৩ জনকে নিলামে তোলা হবে।

/এ এইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply