তুরস্কে ২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নারী (ভিডিও)

|

ধ্বংসস্তূপে ২২২ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। মেলিকে ইমামোগলু নামে ওই নারী কয়েক টন কংক্রিটের নিচে আটকে ছিলেন প্রায় ১০ দিন। খবর আল জাজিরার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাহরামানমারসের দক্ষিণাঞ্চলীয় একটি শহর থেকে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। মেলিকে ইমামোগলুকে উদ্ধারের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপ সরিয়ে ওই নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকর্মীরা। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এদিকে, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ৪১ হাজার ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা। এরমধ্যে তুরস্কেই মারা গেছেন ৩৫ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় সংখ্যাটি পাঁচ হাজারের বেশি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply