জানা গেলো নেপালে বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ

|

ছবি: সংগৃহীত

নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ জানা গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট জানিয়েছিলেন যে ইঞ্জিন অকেজো হয়ে গেছে। খবর রয়টার্স’র।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি অবতরণের ঠিক আগে পর্যটন নগরী পোখারায় বিধ্বস্ত হয় ওই বিমানটি। এটি দেশটির গত ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনার একটি।

বিধ্বস্ত হওয়ার আগে পাইলট মনিটরিংয়ে কন্ট্রোল ছেড়ে দেন প্লেনের পাইলট। তবে পরবর্তীতে তদন্ত করতে গিয়ে প্রাথমিক প্রতিবেদনে পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে।

টুইন-ইঞ্জিন এটিআর ৭২ বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুই শিশু, চার ক্রু সদস্য ও ১০ জন বিদেশি নাগরিকও ছিলেন। উদ্ধারকারীরা এ পর্যন্ত ৭১টি মরদেহ উদ্ধার করেছেন। একজনকে খুঁজে পাওয়া যায়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply