ভোটগ্রহণ চলছে ত্রিপুরার বিধানসভায়

|

ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভায় ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হয় ভোটাভুটি। রাজ্যের ৬০টি বিধানসভায় চলছে ভোটগ্রহণ।

চলতি বিধানসভা নির্বাচনে পুরো রাজ্যে সব মিলিয়ে ৩ হাজার ৩৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এবারের নির্বাচনে প্রায় ২৯ লাখ ভোটার রয়েছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ৫৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বাম-কংগ্রেসের জোট প্রার্থী দিয়েছে সবগুলো আসনেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৮টি আসনে। জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও এগিয়ে রাখা হচ্ছে সিপিএম নেতৃত্বাধীন বাম-কংগ্রেসের জোটকে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পরিস্থিতি পরিষ্কার হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply