লিবিয়ার উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ৭৩ অভিবাসনপ্রার্থী

|

লিবিয়ায় উপকূলে জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭৩ অভিবাসনপ্রার্থী নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের সবাই মৃত। খবর বিবিসির।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের (আইএমও) টুইটারে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করে। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত ১১ জনের মরদেহ। এদের মধ্যে সাঁতরে তীরে ফিরেছেন সাত জন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়।

নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের খুঁজতে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় রেড ক্রিসেন্ট সংস্থা। আইএমও জানায়, যাত্রীবাহী জাহাজটি প্রায় ৮০ জন আরোহী নিয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি জমায়। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply