ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলছেন পূজারা

|

ছবি: সংগৃহীত

দিল্লিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতোমধ্যে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই টেস্ট ভারতীয় দলের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই টেস্টেই চেতেশ্বর পূজারা ভারতীয় জার্সিতে তার শততম টেস্ট খেলছেন।

দিল্লিতে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে পূজারার শততম টেস্ট ম্যাচ দেখতে উপস্থিত আছেন তার পরিবারের সদস্যরা। এছাড়াও খেলা শুরুর পূর্বে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভারতীয় দলের খেলোয়াড়রা পূজারাকে গার্ড অব অনার প্রদান করে।

ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত ১০০টি টেস্ট খেলে চেতেশ্বর পূজারা ৪৪ গড়ে করেছেন ৭ হাজার ২১ রান। তার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯টি শতরান করেছেন পূজারা। এর পাশাপাশি পূজারার রয়েছে ৩৪টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ২০৬ রান।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply