সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লা লিগায় শেষ ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচেই পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। লিগ লিডার বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে স্প্যানিশ লা লিগায় আজ ওসাসুনার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।
স্তাদিও এল সদার স্টেডিয়ামে আনচেলত্তি শিষ্যদের আতিথ্য দেবে ওসাসুনা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই গ্যালাক্টিকোদের সামনে। তবে শেষ ম্যাচে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে আনচেলত্তির শিষ্যরা। জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি টেবিলে শক্ত অবস্থান নিশ্চিতের লক্ষ্যও থাকবে গ্যালাক্টিকোদের সামনে।
কিন্তু ইনজুরি সমস্যাই যেন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে রিয়াল কোচের জন্য। ওসাসুনার বিপক্ষে টনি ক্রুস, করিম বেনজেমা, ফেরান মেন্ডিকে দলে পাওয়া যাবে না। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে গত বছরে শেষ দেখায় মাদ্রিদকে রুখে দিয়েছিল ওসাসুনা। সমান সংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে রয়েছে ওসাসুনা। আর সমানসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
/আরআইএম
Leave a reply