বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ অভিবাসীর লাশ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের। জানানো হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৮ জন। বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটিতে আনুমানিক ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিল। সোফিয়ার কাছের একটি গ্রামে তালাবদ্ধ ট্রাকটি খুঁজে পায় পুলিশ। কাঠের নিচে লুকিয়ে তারা ইউরোপে প্রবেশের জন্য যাচ্ছিল। ট্রাক চালককে ধরতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। দীর্ঘদিন ধরেই মানবপাচারকারীরা বুলগেরিয়াকে ইউরোপে প্রবেশের পথ হিসেবে ব্যবহার করে আসছে।

ছবি: সংগৃহীত

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদঝিদিয়েভ জানান, প্রাণে বেঁচে যাওয়া ৩৪জনের মধ্যে ৫ রয়েছে ৫ শিশু। তাদের সোফিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তিনি বলেন, ট্রাকে আটকা পড়াদের কাছে প্রাণ বাঁচানোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায় অক্সিজেনের স্বল্পতা। শীতে জমে যাওয়ার উপক্রম হয় তাদের। কয়েকদিন কিছু খেতেও পারেনি তারা।

আরও পড়ুন: দুই নাগরিকের মৃত্যদণ্ডের ৪০তম দিনে বিক্ষোভে আবারও উত্তাল ইরান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply