দেশের বিভক্ত রাজনীতির দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে: ওবায়দুল কাদের

|

দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এ দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জের অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। বললেন, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তায় পাহাড়া দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ভীত হয়ে পাহাড়া বসিয়েছে, বিএনপি মহাসচিব এমনটা বলেছেন। অথচ তারাই আন্দোলনের নামে আগুন-ভাঙচুর চালাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। পেট্রোল বোমা দিয়ে মেরে ফেলতে চাচ্ছে মানুষকে। সে কারণে জনগণের সুরক্ষায় পাহাড়া দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে মানে, অভিনয়ে, সংলাপে অনেক সমৃদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply