তিন পার্বত্য জেলায় পর্যটকদের ঢল নেমেছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অনেকের গন্তব্য এখন বান্দরবান। দু’দিন সপ্তাহিক ছুটির সাথে রোববার বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও। তাই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে গেছেন অনেকে। খালি নেই কোনো হোটেল, মোটেল ও রিসোর্ট।
টানা তিন দিনের ছুটিতে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা গেছে বান্দরবানের সবকটি বিনোদন কেন্দ্রে। ব্যবসা ভাল্র হওয়ায় খুশি পরিবহণ ও হোটেল মালিকরা। একই চিত্র লেক ঘেরা রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও। পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, আরণ্যকসহ সব বিনোদন কেন্দ্রের সৌন্দর্য্য উপভোগ করছেন তারা।
পর্যটক আগমনে পিছিয়ে নেই পার্বত্য জেলা খাগড়াছড়িও। জেলা পরিষদ পার্ক, আলুটিলা, মায়াবিনি লেক, সাজেক নজর কাড়ছে সবার। জায়গা নেই কোনো হোটেল, রিসোর্টে।
পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
এসজেড/
Leave a reply