ব্রাজিলে বৃষ্টি-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪০

|

ব্রাজিলে ভারী বৃষ্টি-বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪০ জনে। দুর্যোগপূর্ণ এলাকায় আরও অর্ধ-শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, সোমবার (২০ ফেব্রুয়ারি) দুর্গত এলাকা পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাও সেবাস্তিয়াও ঘুরে দেখেন তিনি।

তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় দ্রুত পুনরুদ্ধারের কাজ শুরু হবে। ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এরইমধ্যে ১৫ লাখ ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে স্থানীয় সরকার। দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ঝুঁকিপূর্ণ লোকালয় ছাড়ার নির্দেশ দেয়া হয় বাসিন্দাদের।

গেল ২৪ ঘণ্টায় ৬২৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশকিছু শহরে ঐতিহ্যবাহী সাম্বা কার্নিভ্যাল বাতিল করেছে সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply