আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য সবার আগে আঘাত আসে সংস্কৃতির ওপর। আমাদের ভাষার ওপর আঘাত আসে প্রথমে। বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আর অসমাপ্ত আত্মজীবনী না বের হলে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামই মুছে ফেলে দেয়া হতো। সব ইতিহাস থেকেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও বলেন, বারবার আঘাত এসেছে কীভাবে বাঙালিকে শেষ করে দেয়া যায়। সকল অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ভাষা সংগ্রামের পথ বেয়ে আমাদের স্বাধীনতা অর্জন। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষা শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে।
ভাষা সংগ্রামের পথ বেয়ে আমাদের স্বাধীনতা অর্জন। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষা শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। আজকে শুধু বাংলাদেশ নয় প্রত্যেক দেশে ২১শে ফেব্রুয়ারির পটভূমি রয়েছে। দেশের যা কিছু অর্জন অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। নিজের ভাষা বলতে লজ্জা কোথায়? ভাষার জন্য রক্ত দেয়া জাতির দৈন্যতা থাকা উচিত না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলবো। বাধা আসবে, বাধা আসছে। অনেকে আন্দোলন করবে সরকার উৎখাত করবে, অনেক আয়োজনও করেছে। দেশে বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায়। মনে হয় তাদের দোলনায় চড়ে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু দালালি করে এদেশে ক্ষমতায় যাবার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন।
বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অগ্নি সন্ত্রাস মানুষ কীভাবে ভুলে যাবে? অগ্নি সন্ত্রাসী যারা এদের সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, অনেকে আয়োজন করে সরকার উৎখাতের। অনেকে আছে তারা সুসময়ে সরব, অসময়ে নীরব। বাইরে থেকে কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে এমন স্বপ্নে বিএনপি জামায়াত বিভোর। দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই
/এনএএস
Leave a reply