রাজধানীতে চলছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী

|

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে শুরু হলো দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত চার দিনের এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।

বেসিসের উদ্যোগে ২০০৩ সালে দেশে প্রথমবারের মতো আয়োজন হয় এই সফটএক্সপোর। এবারের প্রদর্শনীতেও বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠানের ম্যাচম্যাকিং অনুষ্ঠিত হবে।

বেসিসেরা নেতারা জানিয়েছেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, মেটাভার্সসহ অত্যাধুনিক প্রযুক্তির যে অগ্রযাত্রা চলমান, সেই যাত্রায় বাংলাদেশকেও এগিয়ে নিতে হবে।

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রর্দশনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে যেতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply