আর্থিক সংকটে বন্ধ হওয়ার পথে বাফুফের এলিট একাডেমি

|

ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে বন্ধ হওয়ার উপক্রম বাফুফের এলিট একাডেমি। পৃষ্ঠপোষকতার অভাবে একাডেমি পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়া মানিক।

এ জন্য মন্ত্রণালয়ের কাছে চাওয়া বরাদ্দের দিকে তাকিয়ে রয়েছে ফুটবল ফেডারেশন। বরাদ্দ পেলে একাডেমি পরিচালনার পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর জন্য দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা নেবে বাফুফে। আগামী জুলাইয়ে নেপালে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বরে ভুটানে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা ছিল আজ। সেই সভা শেষে ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও বাফুফে সহসভাপতি আতাউর রহমান মানিক জানিয়েছেন একাডেমি নিয়ে এমন শঙ্কার কথা। তিনি বলেন, আমাদের একাডেমিতে অনেক খরচ। চালিয়ে নেয়া অনেক কষ্ট। ভবিষ্যতে আমরা এটা কতটা চালিয়ে যেতে পারবো, সেটা আমরা এখনো জানি না।

এই দুই দলের জন্য দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এদিকে একাডেমির ৬৫ ফুটবলারের বেতন ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply