বর্তমানে দেশে অভাব-অনাটন শুরু হয়েছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সরকার পতন হয়নি। তাই দুর্ভিক্ষে নয়, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। বললেন, আওয়ামী লীগ সরকারের কাছে বিএনপি কোনো কিছু দাবি করবে না। কারণ, তারা সরকার না, তারা দস্যু। তারা ক্ষমতা লুট করেছে।
বিএনপি এ নেতা দাবি করেন, এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয়, সারাদেশ আজ একটা কারাগার। সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে।
আওয়ামী লীগের শান্তি সমাবেশকে অশান্তি সমাবেশ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি এমন কর্মসূচি দিচ্ছে, যা দমাতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে। জেলের মধ্যে যে স্থানে বিএনপি নেতাদের রাখা হয়েছে, আওয়ামী লীগ নেতাদেরও একদিন সে স্থানে রাখা হবে। তাদেরকে দেখানো হবে. কতটা কষ্টে রাখা হয়েছে বিএনপি নেতাদের।
/এমএন
Leave a reply