গরুর মারাত্মক রোগ ‘ম্যাড কাউ’ শনাক্ত হওয়ায় চীনে গরুর মাংস রফতানি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। খবর হিন্দুস্থান টাইমস’র।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পারা রাজ্যে গরুর মধ্যে ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়। এরপর বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির কৃষি ও পশুসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, আপাতত মাংস রফতানি স্থগিত থাকবে। আর এ নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।
ব্রাজিলের কৃষি ও পশুসম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো এ ব্যাপারে বলেছেন, তদন্তের প্রত্যেক স্তরে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিশ্বে ব্রাজিলের মাংসের কোয়ালিটি নিশ্চিতের ভিত্তিতে পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে।
/এনএএস
Leave a reply