চলছে তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ

|

জনপ্রতিনিধি নির্বাচনে তিন সিটিতে চলছে ভোট গ্রহণ। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্ধারিত সময়ের আগে বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত। দীর্ঘলাইনে দাড়িয়েছে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ভোটাররা।

নির্বিঘ্নে ভোট গ্রহণ ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃংখলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় আছে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন।

৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী নগরীতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিই ঝুঁকিপূর্ণ। বরিশালে মেয়র পদে লড়ছেন ৬ প্রার্থী। মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। সিলেট সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। মেয়র পদে মাঠে আছেন ৬ প্রার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply