এবার দূরপাল্লার ক্রুজ মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

|

এবার ৪টি দূরপাল্লার ক্রুজ মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম- কেআরটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জানানো হয়, শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। দাবি, মিসাইলগুলো ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কোরিয়ান সমুদ্র উপকূলের পূর্বাঞ্চলে চলছে এই সামরিক মহড়া। এরই ধারাবাহিকতায় ছোড়া হয় ‘হওয়াসল-টু’ নামের ক্ষেপণাস্ত্র।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া। যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply