নকআউট পর্বের দ্বিতীয় লেগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) পিএসভির মাঠে খেলতে যায় সেভিয়া। খেলার মধ্যেই মাঠে ঢুকে সেভিয়া গোলরক্ষককে মারতে আসেন পিএসভির এক সমর্থক। তবে উল্টো গোলরক্ষকের হাতেই পরাস্ত হন তিনি। এমন ঘটনার তীব্র সমালোচনা করেছেন সেভিয়ার সেই গোলরক্ষক ও কোচ। ফুটবলে এমন কিছু দেখা মোটেই ভালো ব্যাপার নয় বলে জানান সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।
সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েও পরের রাউন্ডে যেতে পারেনি ডাচ ক্লাব পিএসভি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে পড়ে আসর থেকে বিদায় নিতে হয় তাদের, ফলে সেভিয়ার বিপক্ষে জয়ের আনন্দের চেয়ে হতাশাটাই বেশি দিয়েছিলো সমর্থকদের। আর সেই আবেগের বহিঃপ্রকাশেই মাঠে ঢুকে সেভিয়ার গোলরক্ষককে মারতে তেড়ে যায় এক সমর্থক। তবে উল্টো গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের হাতেই পরাস্ত হয়েছেন সেই উত্তেজিত সমর্থক।
যদিও পিএসভির বিপক্ষের ম্যাচে দিমিত্রোভিচের খেলার কথাও ছিল না। নিয়মিত গোলরক্ষক ইয়াসিন বুনো অসুস্থ হয়ে পড়ায় মাঠে নেমেছিলেন তিনি। আর নেমেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন এই গোলরক্ষক। সমর্থকটিকে তার দিকে তেড়ে আসলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন মার্কো দিমিত্রোভিচ। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ বলেন, ফুটবলে এমন কিছু দেখা মোটেই ভালো ব্যাপার নয়। আমি আশা করি, এসব ঘটনার উপযুক্ত শাস্তি হবে। সে এসে আমাকে আঘাত করার চেষ্টা করে। আমি তাকে পাকড়াও করতে সমর্থ হই এবং নিরাপত্তারক্ষীদের জন্য অপেক্ষা করতে থাকি।
সেভিয়ার কোচ হোর্হে সাম্পালিও এমন ঘটোনার তীব্র সমালোচনা করে জানান, এ ধরণের ঘটনা বন্ধ করা উচিত।
/আরআইএম
Leave a reply