রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আসে এ নিষেধাজ্ঞার ঘোষণা। আর, এসব পদক্ষেপকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছে মস্কো। খবর আলজাজিরার।
রাশিয়ার ওপর সদ্য আরোপিত মার্কিন বিধিনিষেধের আওতায় রয়েছে, রুশ মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠান এবং দুই শতাধিক নাগরিক। এদের মধ্যে মস্কোর বেশ কয়েকটি ব্যাংক, প্রযুক্তি কোম্পানি এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন। কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সম্পদ ব্লক করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এছাড়া তাদের সাথে মার্কিন নাগরিকদের ব্যবসার ক্ষেত্রেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
এদিকে, রুশ ডেপুটি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট দফতরের কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ১৯২ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে কানাডা। এরমধ্যে, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকও রয়েছেন। একই সাথে বেশ কিছু রাসায়নিক আমদানিও বন্ধ করেছে ট্রুডো প্রশাসন।
/এসএইচ
Leave a reply