গার্মেন্টস কর্মীদের বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা করার দাবি

|

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটি বলছে, বর্তমান বাজার বাস্তবতায় বিদ্যমান বেতনে তাদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ প্রতি মাসে ন্যূনতম বেতন যে আট হাজার টাকা নির্ধারণ হয়েছে, তা কেবল অমানবিক নয়, অবাস্তবও বটে। এর আগে, বেতন যখন ১৮ হাজার টাকা দাবিতে শ্রমিকরা আন্দোলন করে, তখন নেতারা ১২ হাজার ২০ টাকা প্রস্তাব দিয়ে মাত্র আট হাজার টাকায় সম্মত হয়েছেন।

এবার মন্ত্রণালয়ের সাথে আলোচনায় শ্রমিকদের ন্যায্য ও বাস্তবসম্মত বেতন কাঠামো তুলে ধরা না হলে সর্বাত্মক আন্দোলনের হুমকি দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply