মানবসম্পদ উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বলেছেন, ১৩ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি দৃশ্যমান। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে কোরিয়া ও বাংলাদেশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ২ দিনের ‘শো-কেস কোরিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালমান এফ রহমান আরও বলেন, সামনের দিনে দুই দেশের বাণিজ্য আরও প্রসার ঘটবে। কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মানবসম্পদ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম লক্ষ্য কোরিয়া। এক্ষেত্রে প্রশিক্ষিত জনবল রফতানিতে জোর দিচ্ছে সরকার।
এতে বক্তারা বলেন, সরকারের লক্ষ্য স্মাট বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে কোরিয়াকে পাশে চায় সরকার। জানানো হয়, ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে পৌঁছাবে বাংলাদেশ।
/এমএন
Leave a reply