নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল কলম্বো

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় আগামী মাসেই স্থানীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বো। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিরোধী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতৃত্বে হয় গণআন্দোলন। ভয়েস অব আমেরিকার খবর।

এ সময়, সরকারবিরোধী স্লোগান দেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার এবং নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণের জোরালো দাবি তোলেন বিরোধীরা। কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহারের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করা হয়। কলম্বো ন্যাশনাল হসপিটাল জানিয়েছে, এতে আহত হয়েছেন প্রায় ১৫ জন বিক্ষোভকারী।

ছবি: সংগৃহীত

মার্চের ৯ তারিখ দেশটিতে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, অর্থ সংকটের কারণে সেটি অসম্ভব। তবুও পার্লামেন্ট স্পিকারের কাছে ন্যূনতম তহবিলের আবেদন জানানো হয়েছে। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সাফ জানিয়েছেন, অতি জরুরি পণ্য ছাড়া বাড়তি কিছুর জন্যেই অর্থ খরচ করবে না সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩০০ কোটি ডলার ঋণছাড়ের ঘোষণা দিলেও সেটি পাস হচ্ছে না।

শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা অনুরা কুমার দিশানায়েক বলেছেন, রনিল বিক্রমাসিংহে কোনোভাবেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে পারেন না। কেননা, ১৩৩ চোর-বাটপার, মাদক চোরাকারবারী আর অপরাধীদের ভোটে তিনি মসনদে বসেছেন। তাকে ভোটাররা নির্বাচিত করেনি। বরং, জনতার সমর্থন আমাদের পক্ষে।

আরও পড়ুন: চলমান সহিংসতা হ্রাসে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply