বাংলাদেশ-ইংল্যান্ডের শক্তিমত্তা ও ম্যাচের সম্ভাব্য একাদশ

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে বড় পরিবর্তন না এনে সেরা শক্তির দল নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। অন্যদিকে, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন, তা মনে করিয়ে দিয়েছেন মঈন আলি। ইংলিশরা একাদশ নিয়ে চিন্তিতও নয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ মার্চ) বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ শুরুর আগে মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে দুই দলের শক্তিমত্তার তুলনায় সেটি একটু মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের এই কোচ।

চান্দিকা হাথুরুসিংহে বলেন, নিঃসন্দেহে ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। গত ১০ বছরে ইংলিশরা এগিয়েছে বেশ। তবে ওয়ানডেতে বাংলাদেশের ফর্ম ভালো। তাই গেম প্ল্যানে খুব বেশি বদল আনতে চাই না। যদি প্রয়োজন না হয় তাহলে নতুন কিছু যোগ করার দরকার নেই। এতটুকু বলতে পারি, একাদশে খুব বেশি পরিবর্তন হবে না। প্রথম দুই ম্যাচে আমি তাদের পর্যবেক্ষণ করবো।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচে ১৭ জয় ফেভারিটের তকমা দিচ্ছে ইংলিশদের। তবে বাংলাদেশের ৪টি জয়ই সবশেষ ১০ ম্যাচে। সেই সাথে যেকোনো দলের বিপক্ষে গেলো দশ ওয়ানডেতে মাত্র দুই জয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে ইংলিশরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বলেন, এই সব পরিসংখ্যানের কোনো মূল্য নেই। বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল। তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমাদের দলটা বেশ ভালো। আর্চার-উডরা ফেরায় দলে ভারসাম্য বেড়েছে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়/শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড দলের সম্ভাব্য একাদশ:

জেসন রয়, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply