যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে এই স্টেশনে যাত্রী চলাচল শুরু হয়।
এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হয়। মিরপুর-১০ স্টেশনের কর্মকর্তারা বলেন, চালু হওয়া অন্য স্টেশনগুলোর তুলনায় মিরপুর-১০ স্টেশনে যাত্রীর চাপ বেশি থাকবে। এই চাপ সামলাতে যে জনবল প্রয়োজন সেটা এখানে প্রস্তুত রয়েছে। মেট্রোরেলের এই স্টেশন চালু করায় মিরপুর অঞ্চলের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
/এমএন
Leave a reply