কালোবাজারি রোধে ট্রেনের টিকিট ব্যবস্থাপনায় নতুন পদ্ধতি চালু

|

জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট যার, ভ্রমন তার— নতুন এ পদ্ধতির টিকিট ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জানিয়েছেন, এতে যাত্রীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনলাইনে বা অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে এখন থেকে এনআইডি দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা এবং ভাড়া আদায় সহজ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ট্রেনের টিকিট চেকিংয়ে বসানো হয়েছে পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন।

অনলাইনের মাধ্যমে কেনা টিকিটের মূল্য অনলাইনে রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় যাচাইয়ে যাত্রীদের এনআইডি, জন্ম-সনদের ফটোকপি বা ছবিযুক্ত আইডি কার্ড সাথে রাখতে বলা হয়েছে। রেলের টিকিট কাটতে ১২ বছর বা তার বেশি বয়সী সবাইকে নিবন্ধন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকিট কিনতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply