নিজেদের পাতা ফাঁদে পড়ে অজি স্পিনে ধরাশায়ী ভারত

|

ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজ জিততে ইন্দোরেও স্পিন সহায়ক উইকেট বানিয়ে সেই ফাঁদেই পড়েছে রোহিত শর্মার দল। ম্যাথু কুনেমান ও নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে মাত্র ১০৯ রানেই অলআউট হয়েছে ভারত।

ইন্দোরে টস জিতে আজ (১ মার্চ) ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই নাকাল হয় ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা, পূজারারা কেউই উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। প্রথম সেশনে ৮৪ রানেই ৭ উইকেট হারায় ভারতীয়রা; যার মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন নাথান লায়ন ও ম্যাথু কুনেমান।

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সেশনের ১ ঘণ্টা পার করার আগেই মাত্র ৩৩.২ ওভারে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ২২ রান আসে ভিরাট কোহলির ব্যাট থেকে। ৫ ভারতীয় ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু কুনেমান ৫টি ও নাথান লায়ন ৩টি উইকেট নেন।

এর আগে, দিনের প্রথম বলেই উইকেট পেতে পারতেন প্যাট কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে যুক্ত হওয়া মিচেল স্টার্ক। পঞ্চম স্ট্যাম্পে আসা বল রোহিত শর্মার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স কেরির হাতে। বলের আলতো ছোঁয়ার শব্দ শোনা গেলেও রিভিউ নেননি স্টিভেন স্মিথ। দু’টি জীবন পেয়েও মাত্র ১২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত।

ছবি: সংগৃহীত

দলীয় রান যখন ৩৪, তখন ২১ রান করে সাজঘরে ফেরেন লোকেশ রাহুলের বদলি হিসেবে নামা শুবমান গিল। অস্ট্রেলিয়াকে প্রথম দুটি উইকেট এনে দেন কুনেমান। নাথান লায়নের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই ফিরে যান চেতেশ্বর পুজারা। রবীন্দ্র জাদেজাকে ৪ রানে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন লায়ন। শ্রেয়াস আইয়ারকে শূন্য রানে ফিরিয়ে লাঞ্চ ব্রেকের আগে নিজের তৃতীয় উইকেটের দেখা পান কুনেমান।

ছবি: সংগৃহীত

প্রতিরোধ খানিকটা গড়েছিলেন কোহলি। শ্রিকর ভরতকে নিয়ে ২৫ রানের জুটিও গড়েন তিনি। টড মার্ফির একমাত্র শিকার হয়ে ব্যক্তিগত ২২ রানের মাথায় ফেরেন কোহলিও।

১০৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারেই ওপেনার ট্রাভিস হেডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। এরপর উসমান খাজা ও মার্নাস লাবুশেনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিজের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply