আখাউড়া প্রতিনিধি:
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা বুধবার (১ মার্চ) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন। পাশাপাশি কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আগামী শনিবার (৪ মার্চ) সকালে পুনরায় বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এজন্য রাজ্যের ব্যবসায়ী নেতারা বুধ ও বৃহস্পতিবার সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি আগেই আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের জানান তারা।
এদিকে, শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী শনিবার (৪ মার্চ) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হবে বলে জানান তিনি।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাশ জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের কালুরঘাটে সেতু চেয়ে মিলছে ফেরি
/এম ই
Leave a reply