তীব্র তুষারঝড়ে এখনও বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

|

বৈরি আবহাওয়ায় এখনও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আরও এক দফা তীব্র তুষারঝড় আঘাত হানে অঙ্গরাজ্যটিতে। খবর রয়টার্সের।

পুরু তুষারের চাদরে ঢাকা পড়ে গোটা এলাকা। অঞ্চলটিতে আশঙ্কাজনক হারে কমছে তাপমাত্রা। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয়েছে বহু ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকশ’ শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ঘটনা এড়াতে সড়ক পথে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

আগামী শুক্রবার পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সিসহ বেশ কিছু অঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply