গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ‘সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র’ গাজীপুর ও বেতবুনিয়া কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, স্যাটেলাইট সুবিধা কাজে লাগিয়ে মানুষের আরও উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে বেতবুনিয়া ও গাজীপুর কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলেন। ইতোমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তার কার্যক্রম শুরু করেছে। এই দু’টি ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে স্যাটেলাইট সেবা আনুষ্ঠানিকভাবে গ্রহীতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো।
Leave a reply