সাবেক এআইজি মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত

|

শৃঙ্খলা বহির্ভূত কাজ ও নৈতিক স্খলনের অভিযোগে পুলিশ সদর দফতরের সাবেক সহকারী মহাপরিদর্শক (এআইজি-লজিস্টিকস) মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্ত্রীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো এবং ভয় দেখানোর অভিযোগে মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা হয়। গত বছরের মার্চ মাসে তার সাবেক স্ত্রী আয়শা ইসলাম ওরফে মৌ এই মামলা করেন। এছাড়া নির্যাতন ও সন্তানের পিতৃত্বের পরিচয় না দেয়ায় পুলিশ সদর দফতরে অভিযোগ করেন মৌ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দফতর ডিআইজিকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত রিপোর্ট বেশ কয়েকমাস চাপা থাকার পর সম্প্রতি তদন্তের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে মহিউদ্দিন ফারুকীকে।

মহিউদ্দিন ফারুকী সর্বশেষ রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, তার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply